ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নিজেদের প্রস্তুতি জানান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক থাকার কথা জানিয়েছে বাহিনীটি।
আজ মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের সীমান্তে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২ ডিসেম্বর) কয়েকটি উগ্রপন্থী হিন্দু সংগঠন ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায়। মূলত এর পর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও প্রকট রূপ নিয়েছে।