বার্ষিক মজুরি বৃদ্ধিতে অতিরিক্ত আরও ১ শতাংশ বাড়াতে রাজি হয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। আগের হিসাব অনুযায়ী পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি নিয়মিত ৫ শতাংশের সঙ্গে আরও ২ শতাংশ যোগ করে ৭ শতাংশ করতে চান তাঁরা। তবে শ্রমিকেরা এ প্রস্তাবে রাজি হননি। তাঁরা বার্ষিক ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটির চতুর্থ বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে অতিরিক্ত সচিব সবুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মালিক ও শ্রমিকপক্ষের মোট ছয়জন প্রতিনিধি।
তবে শেষ পর্যন্ত বার্ষিক মজুরি কত শতাংশ বাড়বে, আজকের বৈঠকে সে বিষয়ে সমঝোতায় না পৌঁছানোয় আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে কমিটি।