৪৫ বছর বয়সেই দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তার ১৯ বছর বয়সী একমাত্র ছেলে জোয়াও মেন্ডেস বাবা হচ্ছেন।
রোনালদিনহোর ছেলে মেন্ডেস ২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিওর সঙ্গে প্রেম করেন। তার প্রেমিকাই দিয়েছেন নতুন অতিথি আসার খবর। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৬ সপ্তাহ। সামনের দিন গুনছি।’
মেন্ডেসও নতুন অতিথির জন্য অধীর আগ্রহে আছেন এবং প্রেমিকার উদ্দেশ্যে দিয়েছেন পোস্ট, ‘তোমাকে ভালোবাসি প্রিয়তমা।’
রোনালদিনহোর ছেলে মেন্ডেসও ফুটবলার। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় ছিলেন তিনি। সেখান থেকে ট্রায়াল দিয়ে জায়গা পান বার্সেলোনার একাডেমিতে। কিন্তু এক মৌসুমের বেশি সেখানে থাকেননি তিনি। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব বার্নলিতে আছেন। গত আগস্টে ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।