ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোর ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা আগরতলায় আমাদের পতাকা অবমাননা করেছেন, কলকাতায় আমাদের পতাকা পুড়িয়েছেন। একটা কথা মনে রাখবেন, এ দেশে যারা লড়াই করে স্বৈরাচার তাড়িয়েছে, তারা তিতুমীরের সন্তান, হাজি শরিয়াতুল্লাহ’র সন্তান, দুদু মিয়ার সন্তান, মোহনলালের সন্তান, সূর্যসেনের সন্তান, মীর মদনের সন্তান। জীবন দিয়ে হলেও এরা বাংলাদেশের পতাকার মান রক্ষা করবে।’
বিএনপি ও এর অঙ্গসংগঠনের সদস্যরা মিছিল থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’ – এমন বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আব্দুল সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএনপির এই মিছিলকে কেন্দ্র করে নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।