রাজধানীর বসিলা এলাকায় এএসপি ব্যারাকের সামনের সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আরোহী মোটরসাইকেলে করে তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস আসছিল। মাঝপথে পুলিশের এসপি ব্যারাকের সামনের সড়কে আসার পর বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাইকটি সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাইক থেকে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কর্তব্যরত একজন পুলিশ কনস্টেবল জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর কেউ তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। দুর্ঘটনার পর তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে।