পরাজয় পিছু ছাড়ছেনা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। টানা পঞ্চম লিগ শিরোপার স্বপ্ন নিয়ে দারুণভাবে মৌসুম শুরু করেছিল সিটিজেনরা। লিগ টেবিলে শীর্ষেই ছিল তারা। কিন্তু একের পর এক হারে কোণঠাসা গার্দিওলার শিষ্যরা। রোববার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানসিটি।
এ নিয়ে লিগে টানা চার ম্যাচে হারল ম্যানসিটি। শীর্ষস্থান থেকে নামতে নামতে পয়েন্ট টেবিলে ঠাঁই হলো পাঁচে। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে গার্দিওলার দল টানা সাত ম্যাচে জয়হীন থাকল।
এদিন শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন ম্যানসিটির কোচ। ভুল করা গোলরক্ষক এদেরসন ও ডিফেন্ডার জোসকো গার্দিওলকে বিশ্রাম দেন তিনি। শুরুতে ছিলেন না ডি ব্রুইনি, স্যাভিনহোও। তাতে লাভ হয়নি। ১২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। সঙ্গে পজিশন হারিয়ে কোণঠাসা হয়ে একেরপর এক আক্রমণ হজম করতে থাকে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও হজম করতে হয় দ্বিতীয় গোল। পেনাল্টি থেকে অল রেডসদের এগিয়ে নেন মোহামেদ সালাহ। এই জয়ে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আর্সেনাল ও চেলসির থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল। ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১।