সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে জেলা সদরের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে রাকিবা বিবি (৩০) নামে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী মো. সাইদী চৌধুরীকে আটক করেছে। নিহত রাকিবা বিবি একই গ্রামের আছান নবীর মেয়ে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল। এর জেরে রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে তার স্বামী সাইদী।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘অভিযুক্ত মো. সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।`