
২১ আগস্ট গ্রেনেড হামলা একটি বিদেশি শক্তির পূর্বপরিকল্পিত ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। বরং এই ঘটনা ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘দেশ ও অন্তর্বর্তী সরকারের সম্মানহানি করতে বিভিন্ন অশুভ চক্রান্ত চলছে। সব রাজনৈতিক দল সরকারের পাশে থাকলেও, সরকারের ব্যর্থতা প্রমাণের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তি প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
মির্জা আব্বস বলেন, “আমরা বিগত দিনগুলোতে ন্যায়বিচার পাই নাই। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম, ইনশাল্লাহ সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি।”
আসামিদের সবাইকে খালাস দিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে, তাকে বিজয়ের মাসের ‘ন্যায়বিচার প্রাপ্তির একটি সুসংবাদ’ হিসেবে বর্ণনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।