প্রতি বছর ৩০ নভেম্বর কর দিতে উৎসাহিত করতে আয়কর দিবস উদযাপন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ শনিবার (৩০ নভেম্বর) সেই তারিখ হলেও আগের মতো ঘটা করে জাতীয় আয়কর দিবস উদযাপিত হচ্ছে না। যদিও অফিসিয়ালি ওই দিবস বাতিল বা পরিবর্তন করা হয়নি।
আজকের আয়কর দিবস বিষয়ে জানতে চাইলে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই, কোনো নির্দেশনা আমরা পাইনি।’
জানা গেছে, এতদিন ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হলেও এনবিআর এ বছর থেকে আর এদিন উদযাপন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিনের মধ্যে নতুন আয়কর দিবস ঘোষণা করা হবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রিটার্ন দাখিলের শেষ দিনকে আয়কর দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। তবে ওইদিন কর অফিসগুলোকে যথেষ্ট ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়। সে কারণে আমরা ভাবছি ভিন্ন কোনো দিন জাতীয়ভাবে আয়কর দিবস হলে উদযাপন ও উৎসবের আমেজ বাড়বে।
২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এর আগে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হতো। ২০০৮ সাল থেকে আয়কর দিবস পালন শুরু হয়।
এর আগে এনবিআর এবারে ভিন্ন কোনো দিনকে জাতীয় আয়কর দিবস ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল। তবে এখনো তা নির্ধারণ করা হয়নি।