
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি যুবরাজের পক্ষ থেকে আমন্ত্রণের এ খবর জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর ) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করে এ খবর পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
এ সময় সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
ডা. জাহিদ বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে ওমরাহ করে আসতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।