মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে থাকতে পারেন সাকিব

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সমস্যা থাকলেও বিদেশে খেলা নিয়ে আপত্তি করেনি সরকার। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ এগিয়ে আসার আগে ফের আলোচনায় পোস্টারবয় সাকিব আল হাসান। জাতীয় দল-সংশ্লিষ্টদের মধ্যে গুঞ্জন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন সাকিব। তাঁকে বিবেচনায় রেখেই চূড়ান্ত দল গড়ার প্রস্তুতি নিয়েছেন নির্বাচকরা।

আওয়ামী লীগ সরকার পতনের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও খেলেছেন তিনি। প্রস্তুতি না থাকায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে রাজি হননি। তবে উইন্ডিজের বিপক্ষে খেলতে আপত্তি থাকার কথা নয় তাঁর।

সম্প্রতি আবুধাবিতে জাতীয় দলে ফেরা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সাকিব বলেন, টি-১০ লিগ শেষে জাতীয় দলে খেলবেন। বিসিবি থেকেও তাঁকে দলে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলে জানা গেছে। অবশ্য দল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়।

সাকিব শেষ জাতীয় দলে খেলেছেন ভারতের বিপক্ষে টেস্টে। প্রস্তুতি নিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। তাঁর সে ইচ্ছা পূরণ হয়নি দেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায়।  পরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে রাজি হননি।

বিসিবিপ্রধান ফারুক আহমেদ, জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজও চান সাকিব যেন খেলেন। কারণ, জাতীয় দলের গুরুত্বপূর্ণ দু’জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সংস্করণেই খেলতে পারবেন না। আঙুলের চিড় থেকে মুশফিকুর রহিমের সেরে ওঠা, চোট পরিচর্যা করা এবং ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। বিসিবির মেডিকেল বিভাগ জানায়, মুশফিকের পুরোপুরি ফিট হতে ১৫ থেকে ২০ নভেম্বর লেগে যেতে পারে।

গতকাল জানা গেছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তও উইন্ডিজ সফরে সাদা বলের খেলা মিস করবেন। কারণ তাঁর কুঁচকির চোট সারেনি। শনিবার এমআরআই করে দেখা গেছে, চোটের ক্ষত রয়ে গেছে। বিসিবির একজন ফিজিও বলেন, ‘গ্রেড টু টিআর থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ লাগে। পরিচর্যা করে খেলায় ফিরতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে। তাই শান্তর ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সম্ভাবনা নেই বলা যায়।’ মুশফিক-শান্ত দু’জনই এনসিএল টি২০ লিগে খেলে বিপিএলের প্রস্তুতি নেবেন বলে জানায় বিসিবির একটি সূত্র।

মুশফিক, শান্ত না থাকায় শক্তিশালী ওয়ানডে দল গড়া কঠিন হয়ে গেছে। লিটন কুমার দাস ফেরায় শান্তর শূন্যতা পূরণ হবে। মুশফিকের জায়গায় সাকিবকে চান নির্বাচকরা। কোনো কারণে তিনি না খেললে বিকল্প নিয়ে টান পড়বে। ক্যারিবীয়দের বিপক্ষে মুস্তাফিজুর রহমানেরও খেলা হবে না। তিনি পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় ওয়ানডে দলে ফিরবেন তানজিম হাসান সাকিব। গ্লোবাল টি২০ লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজেই আছেন তিনি। সৌম্য সরকার, রিশাদ হোসেনও গ্লোবাল টি২০তে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। সেখান থেকেই জাতীয় দলে যোগ দেবেন তারা।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...