
নভেম্বরের শেষ ভাগে শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কুয়াশায় ঢাঁকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে সেলসিয়াসে ওঠানামা করছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। এসময় ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
এদিকে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার হাসপাতাল গুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।