মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

পার্থে ভারতের রান পাহাড় টপকাতে গিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

পার্থ টেস্টে অজিদের সামনে ৫৩৪ রানের পাহাড় তুলে দিলো ভারতীয় ব্যাটাররা। টেস্টে প্রথম দুই দিন যে উইকেটে ছিল বোলারদের রাজস্ব সেখানে এমন ব্যাটিং তো প্রশংসা কুড়াবেই। দ্বিতীয় ইনিংসে ১৩৪.৩ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।

এরপর ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেয়েছে স্বাগতিকরা। ভারতীয় বোলারদের তোপে যে ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে ক্যাঙ্গারু বাহিনী। নাথান ম্যাকসুয়েনি (০) আর মার্নাস লাবুশেনকে (৩) এলবিডব্লিউ করেছেন বুমরাহ। নাইটওয়াচম্যান হিসেবে নেমে উইকেট বাঁচাতে পারেননি প্যাট কামিন্সও (২)। তাকে শিকার করেন মোহাম্মদ সিরাজ।

পার্থের উইকেটে প্রথম টেস্টে দুই দলই ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত বল হাতে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় ১০৪ রানেই। দ্বিতীয় ইনিংসে ১৩৪.৩ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এতে জয়ের জন্য ৫৩৪ রানের বিশাল লক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া।

ছবি: সংগৃহীত

ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ অপেক্ষা করছিলেন, কখন সেঞ্চুরি করবেন বিরাট কোহলি। তিন অংক ছোঁয়ার পরপরই ভারতীয় অভিজ্ঞ ব্যাটারকে ডেকে নিলেন বুমরাহ। ১৪৩ বলে ১০০ রান করেন কোহলি। তার সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলেন নিতিশ কুমার রেড্ডি।

তৃতীয় দিনের শেষ সেশনে কিছু সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে ভারত। সফরকারীদের লক্ষ্য, শেষ বিকেলে অস্ট্রেলিয়ার দু’একটি উইকেট তুলে নেওয়া, যাতে জয়ের পেতে সুবিধা হয়।

দ্বিতীয় ইনিংসে ভারতের রড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ২০১ রানের জু্টি। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে মিচেল স্টার্কের বলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাস্কার ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন।

জয়সওয়াল হাঁকান টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তিন অংকে পৌঁছেই থামেননি জয়সওয়াল। ইনিংসকে টেনে নিয়ে যান ১৬১ রানে। ২৯৭ বলে মোকাবেলা করে হাঁকান ১৫ ও ৪ ছক্কা।

ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি খেলেন ১৪৩ বল, হাঁকান ৮ চার ও ২ ছক্কা। এছাড়া ৯৪ বলে ২৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৭১ বলে ২৫ রান করেন দেবদূদ পাডিক্কেল।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...