পার্থে অস্ট্রেলিয়া দলের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের সময় ১৮ ওভার বোলিং করে মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। অজিরা অলআউট হয়েছে মাত্র ১০৪ রানে। বলা চলে অজিদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন একাই।
ভারত ১৫০ রানের পুঁজি পেলেও ৪৬ রানের লিড এনে দেওয়া ওই দুর্দান্ত বোলিংয়ের পর জাসপ্রিত বুমরাহ’র বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রশ্ন অবশ্য ক্রিকেট বিশ্লেষকরা তোলেননি, প্রশ্ন তুলেছেন ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় একজন অজি ভক্ত লিখেছেন, ‘এমন অ্যাকশন নিয়ে বুমরাহ কীভাবে বোলিং করার অনুমতি পান। তিনি পরিষ্কার চাকিং করছেন।’ সঙ্গে দেওয়া হয়েছে তার বোলিং অ্যাকশনের ছবি।
অপর এক ভক্ত টুইট করেছেন, ‘সকলে হাতির দিকে আঙুল তুলতে ভয় পাচ্ছে, কিন্তু বুমরাহ ঠিকই চাকিং করে যাচ্ছে।’
আরও একজন লিখেছেন, ‘আমি বিশ্লেষক নই, কিন্তু বুমরাহর বোলিং যখন স্লো মোশনে দেখছি, বোঝা যাচ্ছে, তিনি বল ছুড়ে মারছেন।’
অজি সমর্থকদের তাদের সন্দেহে ঘি ঢেলেছে ফক্স স্পোর্টসের বিশ্লেষণ। ধীরে বোলিং পর্যবেক্ষণ করে তাদেরও অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
তবে বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে টুইটে ২০২২ সালে একটি ব্যাখ্যা দিয়েছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি লিগের কোচ ইয়ান পন্ট। তার মতে, বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ তার হাত বরং অন্যদের তুলনায় বেশি সোজা থাকে। এটাকে হাইপারএক্সটেনশন বলে। অর্থাৎ ডেলিভারির আগে কব্জি ও কনুইয়ের অবস্থান সোজা থাকা। চাকিংয়ের ক্ষেত্রে ডেলিভারির আগে হাত সোজা করার সময় ১৫ ডিগ্রির বেশি বাঁকল কিনা সেটা বিবেচনায় নেওয়া হয়।