
রাজধানীর কদমতলী থানার জুরাইন আলমবাগ এলাকার একটি বাসা থেকে মো. সাদ্দাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম একটি টেইলার্সের মালিক ছিলেন। সাদ্দামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাকুদিয়া গ্রামে। বর্তমানে কদমতলী থানা জুরাইন আলমবাগ গ্যাস পাইপ রোড এলাকায় ভাড়া থাকতেন তিনি। তার বাবার নাম আনার মেকার। কদমতলী থানার উপ-পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মি. মাহবুবুর জানান, রাতে খবর পেয়ে তারা জুরাইনের আলমবাগের একটি বাসা থেকে সাদ্দাম হোসেনকে (২৬) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।