
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে শুরু হওয়া ১৬ বছরের আন্দোলন ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তারানগরে ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে, বিএনপিকে ক্ষমতায় নিতে জনগণ উদ্রিব হয়ে বসে আছে। তাই কালক্ষেপন না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
তারানগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোস্তাফিজুর রহমান উজ্জল, এম এ অভি, মো: সোলাইমান, আমজাদ সরকার, আরাফাত হোসেন মিলন প্রমুখ।