ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আন্তঃকলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০টি কলেজের ১৮টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজের দল সিনট্যাক্স এরোর। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে REC-MC (মাইলস্টোন কলেজ) এবং Team A.E.R.E (এ.ই.আর.ই স্কুল এন্ড কলেজ)।
অন্যান্য বিজয়ী দলগুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে ঢাকা কমার্স কলেজের ‘DCC_Team_Beta’, এবং পঞ্চম স্থানে রয়েছে তাদেরই আরেকটি দল ‘DCC_Coder_Trio’।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সহিদ আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহম্মদ মাহফুজ হাসান, এবং সঞ্চালনায় ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতেমী।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি প্রফেসর ড. সহিদ আখতার হোসেন বলেন, ‘তরুণদের মধ্যে প্রযুক্তি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে ইস্টার্ন ইউনিভার্সিটি এই উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখব।’
বিশেষ অতিথি প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। ইস্টার্ন ইউনিভার্সিটি ভবিষ্যতে এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে চালিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রতিযোগিতায় মোট প্রাইজমানি ছিল ৫০,০০০ টাকা। এতে স্পন্সর করে এস. আর. করপোরেশন। মিডিয়া পার্টনার ছিল এশিয়ান পোস্ট ও স্পটলাইন ম্যাগাজিন।