প্রায় ৬ ঘন্টার অচলাবস্থা কাটিয়ে শেষতক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে রাজধানীর মহাখালী এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে যান চলাচল শুরু হয় মহাখালী এলাকায়।
প্রসঙ্গত দাবি আদায়ে আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে রেলসহ সব ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল ব্যাটারিচালিত রিকশা চালকরা। তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে ছিল মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠে। সর্বশেষ দীর্ঘ ছয় ঘণ্টা পর আন্দোলনকারী রিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী।
এর আগে ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। মূলত এর পর থেকেই রাস্তায় চলাচলের অধিকার ফায়ার পেতে ফুঁসে উঠেন ব্যাটারিচালিত রিকশা সংশ্লিষ্টরা।