বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সাংসদ ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ আদেশ দেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায় আদালতে ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতা অবস্থান নেয়। সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হয়। এরপর গত ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা হয়। মামলাটি করেন উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।