বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল

ট্রেন্ডিং টপিক

রূপপুর প্রকল্প নিয়ে গণমাধ্যমের খবর উস্কানিমূলক, ব্যবস্থা নিতে প্রস্তুত রসাটম

বিভিন্ন গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন...

নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিয়ান ফারজানা

নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি...

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও অভিশংসনের উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া হান ডাক-সুকেও...

দুর্নীতির মামলায় সাবেক সচিব ইসমাইল গ্রেফতার

ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির...

কী আছে ১২ কোটি টাকার কলায়?

ছবি: সংগৃহীত

পকেটে ১০ টাকা থাকালেই আমরা একটি কলা কিনতে পারি। কিন্তু একই ধরনের কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি বিশেষ ব্যবস্থায় আটকানো আছে। এই কলার দাম নাকি ১০ লাখ মার্কিন ডলারের বেশি! টাকার অংকে এর দাম দাঁড়াবে প্রায় ১২ কোটি টাকা। দেখুনতো এই সাদা রঙের দেয়ালে রুপালি রঙের টেপ দিয়ে আটকানো একটি হলুদ রঙের পাকা কলা। বাস্তবে এটি শিল্পকর্ম। নিউইয়র্কের নিলাম হাউস সদবির একটি নিলামে শিল্পকর্মটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে আশা করছে নিলাম হাউস কর্তৃপক্ষ।

দেয়ালে সাঁটা এই শিল্প-কলার নাম দেওয়া হয়েছে ‘কমেডিয়ান’এটি তৈরি করেছেন ইতালির শিল্পী মাউরিজিও কাতেলান। ২০১৯ সালে কলার এই শিল্পকর্মটি প্রথম প্রদর্শন করা হয় আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারের একটি প্রদর্শনীতে। সেসময় অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন, শুরু হয় হাস্যরস। পরে সেই ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়।

তখন থেকেই হইচই পড়ে যায় এই কলা শিল্পকর্ম নিয়ে। দর্শনার্থীরা ভিড় করতে থাকে সেটির সামনে সেলফি তুলতে। পরে সেলফি–শিকারিদের চাপে প্রদর্শনী জায়গা থেকে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়। পেরোটিন গ্যালারি জানিয়েছে, সেই শিল্পকর্মের তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়। এখন আশা করা হচ্ছে, সদবির নিলামে এই শিল্পকর্মের দাম ১০ লাখ থেকে ১৫ লাখ মার্কিন ডলার উঠবে। ২০ নভেম্বর সদবির ওই নিলাম অনুষ্ঠিত হবে।

সদবির নিলামে যে কলা শিল্পকর্ম বিক্রির জন্য তোলা হবে, সেটি মিয়ামির প্রদর্শনীতে দেখানো কলা নয়। সেগুলো আগেই নষ্ট হয়ে গেছে। তাই সদবির নিলামে দরদাতারা একই ফল কিনতে পারবেন না। সদবি কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পকর্মে থাকা কলা নিয়মিত পরিবর্তন করা হয়। সেটি দেয়ালে লাগিয়ে রাখতে যে টেপ ব্যবহার করা হয়, সেটিও নিয়মিত পাল্টে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

বগুড়ায় দুই ট্রাকের ধাক্কা, নিহত দুইজন

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির অপর একটি...

রূপপুর প্রকল্প নিয়ে গণমাধ্যমের খবর উস্কানিমূলক, ব্যবস্থা নিতে প্রস্তুত রসাটম

বিভিন্ন গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন...