
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী প্রশাসনে পরিবহনমন্ত্রী পদে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য সোন ডাফিকে বেছে নিয়েছেন। গতকাল সোমবার ট্রাম্পের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সোন ডাফি একসময় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন। ফক্স নিউজ ছাড়াও তিনি অন্যান্য টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প প্রতিনিধি পরিষদে ‘আর্থিক দায়বদ্ধতা’ নিশ্চিতে কাজ করার জন্য সোন ডাফির প্রশংসা করেন।
সোন ডাফির বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে সোন ডাফি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।
রিপাবলিকান সোন ডাফি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উইসকনসিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ছিলেন।