মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল

ট্রেন্ডিং টপিক

‘ডাক’ মারাতেই মিল চিরবৈরি ভারত-পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে...

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর...

ব্রাজিলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের দশজনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো-সুল রাজ্যের গ্রামাডোয় উড়োজাহাজ বিধ্বস্ত...

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ...

নওগাঁয় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ছবি : এশিয়ান পোস্ট

নওগাঁর পত্নীতলায় ব্যবসায়ী সুমন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ।

নিহত সুমন নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এর স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে।

সোমবার(১৮ নভেম্বর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্তরে সাধরণ ব্যবসায়ী ও নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে দুটি পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুমন হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।

ছবি : এশিয়ান পোস্ট

প্রসঙ্গত রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নাদৌড় গ্রামীণ সড়কের পাশে গাছের ডালে সুমনের দেহ ঝুলে ছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার এসআই সুব্রত কুমার বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে তৈরী করা হয়েছে। আইনগত ব্যবস্থার জন্য মর্গে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

প্রসঙ্গত, ঘটনার রাতে মারা যাওয়ার আগে নিজের ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভে এসে বাঁচার শেষ আকুতি জানিয়েছিল সুমন। ৫ মিনিট ৪৬ সেকেন্ডের সেই লাইভে ভিডিওতে সুমনকে বিধবা মা এবং বোনের ভবিষ্যৎ চিন্তা করে কান্নাকাটি করতে শোনা যায়। লাইভে একাধিকবার বুলবুল নামের আরেক ব্যবসায়ীর নাম উল্লেখ করে সুমন। ওই সময় তাকে বলতে শোনা যায়, পূর্ব রেষারেষির জেরে বুলবুলই লোক পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। সুমন সেই লাইভে আরও বলেন, সুমন পার্শ্ববর্তী থানা মহাদেবপুর থেকে ১০ লক্ষ টাকা নিয়ে আসছিল। সিএনজি হতে নামার পরই দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। বুলবুলকে ৫ লক্ষ দিবে আর দুর্বৃত্তরা বাকি ৫ লক্ষ টাকা নেবে, দুর্বৃত্তদের সম্পর্কে লাইভে এসব কথাও বলতে শোনা গেছে সুমনকে।

স্থানীয় সূত্র ও লাইভে সুমনের শেষ কথাগুলো থেকে জানা যায় তার দোকানের পাশেই অপর ফটোস্ট্যাট ব্যবসায়ী বুলবুলের কাছ থেকে ৭০ হাজার টাকা সুদের উপর নিয়েছিলেন সুমন। একসময় সেই টাকার সুদ হিসেবে ১ লক্ষ ৪০ হাজার পরিশোধও করেন সুমন। কিন্তু পরে ফাঁকা চেক ও স্ট্যাম্পে সই নিয়ে ৮লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন বুলবুল।

স্বজন ও এলাকাবাসীর ধারণা, সুদের উপর নেয়া টাকার জেরেই প্রাণ হারাতে হয়েছে সুমনকে। সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনার পর থেকে বুলবুল পলাতক রয়েছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

‘ডাক’ মারাতেই মিল চিরবৈরি ভারত-পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে...

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু...