চীনে ছুরি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন এবং আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (১৬ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসু’র ইশিং শহরে উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে।
ইশিং পুলিশ বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাকারী ২১ বছর বয়সের এক তরুণ এবং তিনি উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। পরীক্ষায় ফলাফল খারাপ করায় উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছেন তিনি।
বর্তমানে ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছে। হামলার পর হতাহতদের দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলেও এএফপিকে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত মাসেও দেশটিতে ছুরিকাঘাতে এক জাপানি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন। আর এবারের ঘটনা প্রাণহানি পর্যন্ত গড়ালো।