
যশোরে এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি বাসের ভেতর থেকে বাপ্পি (২৫) নামে একজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। নিহত বাস সহকারি বাপ্পি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নেয় পরিবহনটি। এরপর যশোর-ঢাকা মহাসড়কের পাশে বাসটি বন্ধ করে অবস্থান করছিল। রাতে একা গাড়িতে ছিল বাপ্পি। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখে। এরপর তারা কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ প্রসঙ্গে কোতয়ালী থানার অফিস ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এবং গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’