
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টায় হিন্দু ধর্মাবলম্বীরা জাগতিক সকল পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এ পূন্যস্নান সম্পন্ন করেন।
স্নানের আগে সনাতনী নারীরা মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সৈকতের জলে অর্পন করেন। এ সময় পুরো সৈকত উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে। এছাড়া অনেক মানতকারী মাথা ন্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন।
এর আগে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে রাতভর পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠে সনাতনীরা। বুধবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রেখেছিলো।