মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ট্রাম্প প্রশাসনে যৌন নিপীড়নে অভিযুক্ত অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

নতুন প্রশাসনে আরও কয়েকজনের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যাঁদের বেছে নিয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটজ রয়েছেন।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান দলের নেতা ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি মাসে তাঁর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার কথা রয়েছে। এর আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন, তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প।

শুরুর দিকে ট্রাম্প তাঁর প্রশাসনের জন্য সঠিক পথেই এগাচ্ছিলেন। সে সময় ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিওসহ যাঁদের নাম ঘোষণা করেছেন, সেগুলো প্রশংসা কুড়িয়েছিল। তবে পরের দিকে ট্রাম্প–ঘোষিত নামগুলো নিয়ে ডেমোক্র্যাটরা তো বটেই এমনকি রিপাবলিকানদেরও হতাশায় ডুবিয়েছেন ট্রাম্প। এখানে জোর গুঞ্জন উঠছে, এক্ষেত্রে দক্ষতা বা যোগ্যতার চেয়ে কে কত অনুগত, সেটিকে নাকি বেশি প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প!

সবচেয়ে বড় হতাশা দেখা দিয়েছে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজের নাম ঘোষণা নিয়ে। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নারী পাচারের অভিযোগে কয়েক বছর ধরে তাঁর বিরুদ্ধে তদন্ত চলেছে। গেটজ অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে থাকেন। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। গেটজের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া হেগসেথকে নিয়ে হতাশার কারণ হলো, তাঁর বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা নেই। তিনি ফক্স নিউজ নেটওয়ার্কের সঞ্চালক।

ছবি : সংগৃহীত

ট্রাম্প ও তাঁর সহযোগীরা চাইছেন ট্রাম্পের প্রথম মেয়াদে যেসব কেন্দ্রীয় কর্মকর্তা তাঁর জনতুষ্টিবাদী ডানপন্থী এজেন্ডাকে বাধাগ্রস্ত করেছিলেন, তাঁদের এ মেয়াদে আর দায়িত্বে রাখবেন না।

নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে গেটজ অপরাধের তদন্ত থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে। বিচার বিভাগের শীর্ষে গেটজের মতো নিজস্ব লোক বসানোর মধ্য দিয়ে ট্রাম্পও সুবিধা নিতে পারেন। ট্রাম্প বারবারই বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

আসন্ন সিনেটে রিপাবলিকানদের তিনটি আসনে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও গেটজকে নিয়ে ব্যাপক বিরোধিতা থাকবে। অর্থাৎ সিনেটে তাঁর নিয়োগ চূড়ান্ত করার কাজটি অতটা সহজ হয়তো হবে না।

গতকাল বৃহস্পতিবার টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প।

কেনেডিকে নিয়োগের বিষয়টি নিয়ে ব্যাপক বিরোধিতা হতে পারে। কারণ, চিকিৎসা–সংক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দেওয়ার ইতিহাস আছে কেনেডির। তিনি টিকার বিরোধিতা করে থাকেন। তাঁর দাবি, শৈশবে দেওয়া টিকাগুলো শিশুদের প্রতিবন্ধী করে দেয়। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। কোভিড-১৯ প্রতিরোধী টিকাকে প্রাণঘাতী বলে উল্লেখ করেন কেনেডি জুনিয়র।

ছবি : সংগৃহীত

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মনোনীত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন কেনেডি জুনিয়র। সেখানে তিনি তাঁকে মনোনীত করায় ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেনেডি জুনিয়র লিখেছেন, দীর্ঘস্থায়ী রোগের মহামারির অবসানে বিজ্ঞান, ওষুধ, শিল্পকারখানা এবং সরকারের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে একত্র করার মতো সুযোগ আছে।

বিভিন্ন সময়ে কেনেডির আলাপে উঠে আসে এমন কিছু কথা প্রতিধ্বনিত করে ট্রাম্প বলেন, ‘শিল্পজাত খাদ্যজনিত জটিলতা এবং ওষুধ কোম্পানিগুলোর ধোঁকাবাজি, অপতথ্য ও অপপ্রচার মার্কিন নাগরিকদের ধসিয়ে দিচ্ছে।’

ট্রাম্পের আশা, কেনেডি এসব সংস্থাকে পুনরুদ্ধার করতে পারবেন।

জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তুলসী গ্যাবার্ডের মনোনয়ন নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়ার পক্ষে যাওয়া সমালোচনা হচ্ছে। গ্যাবার্ড বলেছেন, ‘নিরাপত্তাজনিত বৈধ উদ্বেগ’ থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

গতকাল ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, তাঁর ব্যক্তিগত আইনজীবী টড ব্লেঞ্চ এবং অ্যামিল বোভ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করবেন। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে চুপ রাখতে ঘুষ দেওয়ার মামলায় চলতি বছর বিচার চলাকালে ট্রাম্পের পক্ষে লড়েছেন ওই দুই আইনজীবী।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...