
সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইি) রাজিউন।
বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রোজী কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভুগছিলেন রোজী কবির। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বুধবার আসরের নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।