
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। মঙ্গলবার মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির সোশ্যাল মিডিয়ায় করা লাইভে সাকিবকে মক্কায় ওমরাহ হজ পালনরত অবস্থায় দেখা গেছে। সেই লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় দেখা যায়। তাকে ঘিরে উচ্ছ্বসিত কিছু সমর্থককে জটলা করতেও দেখা গেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসান অধ্যায় বলতে গেলে এক প্রকার শেষই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানালেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়টা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।