
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদ মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছে। এই কর্মসূচি থেকে ৬ দফা দাবি জানিয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা ভিতরে প্রবেশ করতে পারেননি। একপর্যায়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে বিকাল তিনটায় আন্দোলনকারীদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জরুরী বৈঠকে বসেন।