নান্দনিক ফুটবল শৈলীর দেশ ব্রাজিল। কিন্তু দুৰ্ভাগ্যজনক হলেও দেশটিতে খেলার মাঝেই স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রাজিল ফুটবলের ঘরোয়া কাপ আসর কোপা দো ব্রাজিলে অ্যাতলেটিকো মিনেইরো এবং ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটে এই ঘটনা। বেলো হরিজেন্তের এমআরভি স্টেডিয়ামে এই হামলায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
খেলা শুরুর আগে থেকেই দুই দলের সমর্থকদের মাঝে সংঘাতের আশংকা ছিল। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম আগেই অ্যাতলেটিকো মিনেইরো ভক্তদের আগ্রাসী আচরণ নিয়ে সতর্কতার কথা জানিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
অ্যাতলেটিকো মিনোইরোর প্রথম লেগের ম্যাচে হেরেছিল ৩-১ ব্যবধানে। এরপরেই দ্বিতীয় লেগের খেলাকে কেন্দ্র করে ফ্ল্যামেঙ্গো ভক্তদের ওপর ম্যাচের আগে থেকেই চড়াও হয়েছিল মিনেইরো ভক্তরা।
কিন্তু মাঠের খেলায় মিনেইরো এবারেও সুবিধা করতে পারেনি। ৮২ মিনিটে গনজালো সিলভার গোল করে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন ৪-১ গোলের অ্যাগ্রিগেটে। এরপরেই মাঠে বিভিন্ন বস্তু এবং বোমা হামলা করতে শুরু করে অ্যাতলেটিকো মিনেইরো সমর্থকরা। সেই সময়েই ৬৭ বছর বয়েসী ফটো সাংবাদিক হোসে মারিয়া (৬৭) আহত হন।
তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়। এখন পর্যন্ত সেই সাংবাদিকের জ্ঞান ফেরেনি।
মাঠের খেলায় অবশ্য এর বড় প্রভাব পড়েনি। ফ্ল্যামেঙ্গো জিতেছে তাদের ৫ম কোপা দো ব্রাজিলের শিরোপা। এই ম্যাচের মধ্যে দিয়ে মাত্র ১ মাসের কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা পেয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইজ। তবে ম্যাচ শেষেই ফ্ল্যামেঙ্গো ছাড়ার ঘোষণা দিয়েছেন তারকা খেলোয়াড় গ্যাব্রিয়েল বারবোসা।