কদিন আগেও জিয়াউল রোশান ছিলেন ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেতাদের একজন। তার হাতে ছিল একগাঁদা সিনেমার কাজ। তবে এখনকার চিত্র মুদ্রার সম্পূর্ণ ওপিঠ। এমন পরিস্থিতিতে হাতে কাজ নেই রোশানের। জীবিকার তাগিদে তাই বেছে নিতে চাইছেন অন্য পেশা। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অবাক করা সিদ্ধান্ত জানান চিত্রনায়ক রোশান।
রোশান বলেন, “কোনো কিছু হলেই মিডিয়ার ওপর প্রভাব পড়ে। করোনার সময়েও প্রায় দুই বছর কাজ ছিল না। এবারও সে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যারা অভিনয়কে একমাত্র পেশা হিসেবে নিয়েছি, তারা কোণঠাসা হয়ে পড়েছি। বাস্তবতা অনুযায়ী সিনেমাকে একমাত্র পেশা হিসেবে নেওয়ার পরিস্থিতি এখন আমাদের দেশে নেই। সত্যি বলতে সিনেমা নিয়ে কেউ ভাবছে না। শুধু আমি নই, সিনেমার সবাই অনিশ্চয়তার মধ্যে আছে। তাই ভিন্ন কিছু করার কথা ভাবছি। ইচ্ছা আছে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার।”
রোশান আরও বলেন, “কর্মব্যস্ত না থাকলে একঘেয়ে লাগে। সন্তানদের সময় দিচ্ছি। বাসায় থাকছি। মাঝেমধ্যে বের হয়ে যখন বাসায় ফিরি, সুখ লাগে।”
এরইমধ্যে ‘জামদানি’, ‘প্রেমপুরাণ’, ‘পুলসিরাত’ ও ‘এক্সকিউজ মি’ সিনেমার কাজ শেষ করেছেন রোশান। হাতে ছিল ‘তুমি যেখানে আমি সেখানে’ ও ‘অপারেশন জ্যাকপট’সহ আরো বেশ কয়েকটি সিনেমা। তবে রাজনৈতিক পালাবদলের পর বন্ধ হয়ে আছে সিনেমাগুলোর কাজ।