সম্প্রতি সরকার ও সাধারণ হজ এজেন্সি দুইটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এবার পাল্টা তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা। সাধারণ হজ প্যাকেজ, সাধারণ হজ প্যাকেজ-২ এবং বিশেষ হজ প্যাকেজ – এই নিয়ে মোট তিনটি ঘোষণা করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পাল্টা এই প্যাকেজ ঘোষণা করেন বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকর।
সংগঠনের নেতারা বলছেন, উচ্চ আদালতের রায়ে হজ এজেন্সির হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের (হাব) কার্যক্রমে স্থগিতাদেশ রয়েছে। তাই ওই অংশের হজ প্যাকেজ দেওয়ার নৈতিক অধিকার নেই। একই সঙ্গে সরকার ঘোষিত হজ প্যাকেরে মূল্য আরও কমানোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান বলেন, সংকটাপন্ন হজ ব্যবস্থাপনা থেকে পরিত্রাণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা একটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন। গত বছরের চেয়ে এবার হজের খরচ কমানোয় আমরা যেমন খুশি তেমনি এই খরচ আরও কমানো দাবি জানাচ্ছি।
এরপর বৈষম্যবিরোধী এজেন্সী’র পক্ষ থেকে প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজ মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার, দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা।
এর আগে বুধবার সাধারণ হজ মালিকদের ব্যানারে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে অন্য এজন্সির মালিকরা।