
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের দুরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। কিন্তু তাতে কি! সদ্য হয়ে যাওয়া মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উচছসিত খোদ বাঙালিরাও।
বিশ্বের প্রভাবশালী দেশের এ নেতাকে অভিনন্দন জানাতে আগ্রহে কমতি নেই বাঙালীদের। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তার দেয়াল, সবখানেই ট্রাম্পকে উদ্দেশ্য করে অভিনন্দন বার্তা।
রাজধানীর অভিজাত গুলশান, বনানী এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন বাণিজ্যিক ভবনের দেয়ালে অভিনন্দন পোস্টার।
তবে আবার কেউ কেউ বলছেন ভিন্নকথা। এ বিজয়ে বাংলাদেশের কোন মঙ্গল হবে না এমনটাও বলছেন কেউ কেউ।
প্রসঙ্গত, গতকাল চির প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ভোটে বড় ব্যাবধানে পরাজিত করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।