বার্সেলোনা ঝড় যেন থামছেইনা। চ্যাম্পিয়ন্স লিগে এবার রেডস্টার বেলগ্রেডকে তাদের ঘরের মাঠে পাঁচ গোলে বিধ্বস্ত করেছে ক্যাটালানরা।
ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল পায় বার্সা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে ইনিও মার্তিনেজ হেডে দলকে এগিয়ে দেন। কিন্তু সেই গোল বেশিক্ষন ধরে রাখতে পারেনি বার্সা। ম্যাচের ২৭ মিনিটে বেলগ্রেডের হয়ে সমতা ফেরান সিলাস।
বিরতির সামান্য আগে ৪৩ মিনিটে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে লেভানডস্কি ২-১ এ ফের এগিয়ে নেন বার্সাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লেভানডস্কির দ্বিতীয় গোলটিই বার্সার ৭০০-তম গোল। ম্যাচে জোড়া গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। খেলার ৫৩ মিনিটে লেভানডস্কি ফের গোল করেন। ৩-১ গোলে বার্সাও এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লেভানডস্কি গোলের সহজ সুযোগ নষ্ট করেন।
লেভানডস্কির দ্বিতীয় গোলের দু’ মিনিট পরেই ব্যবধান বাড়ান রাফিনিয়া । ৭৬ মিনিটে বার্সার হয়ে ফারমিন লোপেজ পঞ্চম গোলটি করেন। ৮৪ মিনিটে রেডস্টার দ্বিতীয় গোলটি করে। রেডস্টারের হয়ে গোলটি করেন মিলসন। যদিও আরও একটি গোলের সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু ফারমিন লোপেজ নষ্ট করেন সেই সুযোগ।
মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৭ জয় পেয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এলো বার্সেলোনা।