সিনেমা হলে রমরমা ব্যবসা করছে ‘ভুলভুলাইয়া ত্রি`। সিনেমাটি মুক্তির কয়েকদিনের মধ্যেই ব্যবসা করেছে ১৩০ কোটির ওপরে। ধারণা করা হচ্ছে ২০০ কোটির ঘর ছুঁতেও বেশি সময় নেবে না মুভিটি। এমন সাফল্যের সময়ে এলো নতুন খবর। এবার আসছে ‘ভুলভুলাইয়া ফোর’। থাকবেন অক্ষয় কুমারও!
ভারতীয় গণমাধ্যম বলছে, পরিচালক অনীশ বাজমি এরইমধ্যে নাকি চিত্রনাট্য তৈরি করেছেন। চতুর্থ কিস্তিতেও থাকবে প্রচুর চমক।
শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ত্রি’ -এর মতো পরের পর্বেও ‘মঞ্জুলিকা’ অবতারে থাকবেন বিদ্যা বালান। দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে ছবির টিম এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।
‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির বয়স ১৭ বছর। প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। বছর দুয়েক পর দ্বিতীয় কিস্তি বানান অনীশ। হরর কম্নেডি জনরায় নিয়ে যান ছবিটিকে। তৃতীয় কিস্তিতে সিনেমার গল্প এবংমঞ্জুলিকা-অঞ্জুলিকা চরিত্র প্রশংসা কুড়িয়েছে। করছে রমরমা ব্যবসা।
সিনেমা বোদ্ধাদের ধারণা, ‘ভুলভুলাইয়া ফোর’-ও আগের সফলতার পথেই হাঁটবে।