পর্যটকদের কথা ভেবে তুলে নেয়া হচ্ছে বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা। টানা ১মাস বন্ধ থাকার পর ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত এলো।
বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
মি. মোজাহিদ বলেন, ‘ আগামীকাল বৃহস্পতিবার থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন স্পটগুলো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটন স্পটগুলোও খুলে দেওয়া হবে। `
এর আগে, গত ৮ অক্টোবর থেকে প্রায় ১মাসের মতো পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বান্দরবান জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উৎসবে ভাসছেন এ খাত সংশ্লিষ্ট হাজারো মানুষ।