
অভিনেত্রী মানেই হতে হবে একেবারে ‘পারফেক্ট’ শরীর। খুব ভারী চেহারা হলেও যেমন কটূক্তি শুনতে হয়, তেমনই আবার অতিরিক্ত ছিপছিপে শরীর হলেও বিড়ম্বনার কমতি নেই।
সম্প্রতি নেটমাধ্যমে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে তার ছিপছিপে চেহারা নিয়ে হজম করতে হচ্ছে নানা কটুকথা। সেই সব কটূক্তির কড়া জবাব দিয়েছেন সামান্থা।
সামান্থার উদ্দেশে এক নেটমাধ্যম ব্যবহারকারী বলেছেন, তাঁর আর একটু মোটা হওয়া দরকার। ইনস্টাগ্রামে এই মন্তব্যের জবাব দিতে একটি ভিডিও বানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, ‘‘ওজন নিয়ে আরও এক মন্তব্য। আপনাদের জানিয়ে রাখি আমি কড়া অ্যান্টি-ইমফ্ল্যামেটরি ডায়েটের মধ্যে থাকি, আমার শরীরের জন্য যেটা খুব জরুরি। এই ডায়েট আমার ওজন বাড়তে দেয় না। মায়োসাইটিস রোগের সঙ্গে লড়াই করতে ওজনকে নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে রাখা ভীষণ জরুরি। অন্যের সমালোচনা বন্ধ করুন। মানুষকে নিজের মতো করে বাঁচতে দিন। দয়া করুন, এটা ২০২৪ সাল।’’
প্রসঙ্গত ২০২২ সালে এই অভিনেত্রী তাঁর অনুরাগীদের জানান, মায়োসাইটিস নামে অটোইমিউন রোগে আক্রান্ত তিনি। মায়োসাইটিস হল পেশির প্রদাহ। অটো ইমিউন মায়োসাইটিসে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহেরই সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে।