সুপারহিট সব সিনেমা উপহার দিয়ে যেমন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ঠিক তেমনি এ অভিনেতার ব্যক্তিজীবন জানতে আগ্রহের কমতি নেই দর্শকদের।
দুই সন্তানের জনক এ ঢালিউড সুপারস্টার কিছুদিন ধরে তার চেয়ে প্রায় অর্ধবয়সী নায়িকা পূজা চেরির সঙ্গে প্রেম করছেন এমন গুঞ্জনে সরব ঢালি পাড়া। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।
অনেকের ধারণা করেন, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় কাজ করতে গিয়ে তার সঙ্গে প্রেম হয় পূজার। এ কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে পূজার। যদিও এ ব্যপারে জোরালেো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
যদিও সেসময় পূজা জানান, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে। এই চিত্রনায়িকা বলেন, গুঞ্জন সব সময়ই গুঞ্জনই। সত্যতা কখনো আসলে চাপিয়ে রাখা যায় না বলেও জানান এ নায়িকা।
পূজা বলেন, শোবিজে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন থাকবেই, যা খুব স্বাভাবিক। তবে শিল্পীদের সবসময় কাজ নিয়ে বিচার করা উচিত বলে জানান পূজা।
সম্প্রতি রায়হান রাফীর ওয়েব সিরিজে নতুন কাজ করেছেন পূজা।