
রাত পেরুলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারের শেষ সময়ে দোদুল্যমান রাজ্যগুলো চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী- ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। নির্বাচন নিয়ে করা জরিপগুলো দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস দিচ্ছে।
বিবিসির এক প্রতিবেদন বলছে, শেষ দিকের প্রচারেও ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন বিরোধী বার্তাকেই সামনে রেখেছেন। অন্যদিকে কমলা হ্যারিসের সমর্থকরাও জয়ের ব্যাপারে আশাবাদী। দুই প্রার্থীই এখন দোদুল্যমান রাজ্য বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোর ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন।
রাত পেরুলেই শুরু হবে ভোটগ্রহণ। তবে এর মধ্যেই প্রায় পঁচাত্তর লাখ ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন।
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এক সমাবেশে দেয়া বক্তৃতায় কমলা হ্যারিস বলেছেন, গাজা যুদ্ধ অবসানে তিনি তার ক্ষমতা অনুযায়ী সবকিছুই করবেন। ধারণা করা হচ্ছে, মিশিগানের আরব আমেরিকান জনগোষ্ঠীর সমর্থন পেতেই তার এই কৌশল।
অন্যদিকে গেলো শুক্রবার আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবর্ন-এ সমাবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাটদের মধ্যপ্রাচ্য নীতি ও ইসরায়েলকে আর্থিক সুবিধা দেয়ার বিরোধিতা করে ওই দিন বক্তব্য দিয়েছেন তিনি।
খোদ মার্কিন মুলুকেও ভোটারদের মন জয় করতে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন রাজনৈতিক কর্মীরা। এসব কিছুই অবশ্য প্রমাণ করে যে সেখানে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে !