দীপিকা কন্যার পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আলিয়া ভাটের কন্যা রাহা’র ছবি। মা-বাবার সঙ্গে হলুদ পোশাকে জমিয়ে পোজ আলিয়া-রণবীর কাপুর কন্যার।
রণবীর-আলিয়াকে দেখা গেছে, ছোট্ট রাহাকে মাঝে নিয়ে আরতি করতে। তিনজনকে দেখা গেছে, হলুদ রঙা সিল্কের ম্যাচিং পোশাকে। ক্যাপশনে লিখেছেন, ‘আলো, ভালোবাসা এবং দামি মুহূর্তের সঙ্গে শুভ দীপাবলির শুভেচ্ছা।’ কন্যাকে নিয়ে রণবীর-আলিয়ার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি মন কেড়েছে ভক্তদের।
দীপিকা ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই একঝাঁক ভালোবাসার ইমোজি দিয়েছেন আলিয়া। একই দিনে ভক্তরা দুই তারকা কন্যার এমন মুহূর্ত দেখে আপ্লুত।