বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম

ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন তার দল লিবারেল পার্টির অসন্তুষ্ট এমপিরা। আলটিমেটাম অনুযায়ী তাকে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে। নয়তো পরবর্তী পদক্ষেপ নেবেন দাবিকারীরা।

বুধবার (২৩ অক্টোবর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কানাডার লিবারেল পার্টির অসন্তুষ্টি এমপিরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তাতে অন্তত ২০ জন এমপি ট্রুডোকে পরবর্তী নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের আগে পদত্যাগ করার আহ্বান জানান। এসব এমপিদের কেউ কেউ মন্ত্রিসভারও সদস্য।

বৈঠকে এমপিরা ট্রুডোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে একটি রূপরেখা দেন। যাতে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে বলা হয়। জাস্টিন ট্রুডোকে তারা বলেন, ‘আপনি নেতা হিসেবে থেকে বিদ্রোহের সম্ভাবনার মুখোমুখি হবেন কি না তা আগামী সপ্তাহের শুরুতেই সিদ্ধান্ত নিন।’

বৈঠকে এমপিরা পদত্যাগের দাবিটি লিখিত আকারে ট্রুডোকে দেন। তাতে অসন্তুষ্ট এমপিদের সই র‌য়েছে। তবে ট্রুডো পদত্যাগ না করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করে কেউ জানাতে পারেননি।

পার্লামেন্টে ১৫৩ জন লিবারেল পার্টির সদস্য রয়েছেন। বিদ্রোহের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তা বাস্তবায়নে এখনো ব্যাপক সমর্থনের অভাব রয়েছে। এ ছাড়া ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও দলের বিকল্প নেতা হিসেবে কেউ তার বিরুদ্ধে দাঁড়াননি।

এর আগেও ট্রুডোকে সরানোর চেষ্টা হয়েছে। গত সেপ্টেম্বরে কানাডার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে ভোটও হয়। তবে তাতে টিকে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এ পরীক্ষার মুখোমুখি হতে হয়। ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে পার্লামেন্টে বিরোধী কনজারভেটিভ পার্টি এ প্রস্তাব আনে। এতে ট্রুডো সরকারের পক্ষে ২১১-১২০ ভোট পড়ায় এ যাত্রায় বেঁচে যান তিনি। গত ৯ বছর ধরে সংখ্যালঘু সরকারের অধীনে কানাডার প্রধানমন্ত্রিত্ব করছেন ট্রুডো। ২০২১ সালে দেশটির সর্বশেষ ফেডারেল নির্বাচনের পর তার দল লিবারেল পার্টি বামপন্থি নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে জোটবদ্ধ হওয়ায় ট্রুডোর নেতৃত্ব এখনো টিকে আছে। তবে চলতি মাসেই ট্রুডোর উদারপন্থি সরকারের সমালোচনা করে জোট থেকে বেরিয়ে যায় জগমিত সিংয়ের নেতৃত্বাধীন এনডিপি। এরপরই ট্রুডোর পদত্যাগের দাবি ওঠে। কনজারভেটিভ দলের নেতা পিয়েরে পোইলিভ অনাস্থা ভোটের প্রস্তাব করেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...