নওগাঁর বদলগাছীতে ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা` শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে এই প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক নূর মোহাম্মদ।
এ সময় সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী, ক্ষুদ্রঋণ গ্রহীতা’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।