
প্রখ্যাত মার্কিন গিটারিস্ট জেক ই লি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদায় গুলিবিদ্ধ হন তিনি। ৬৭ বছর বয়সী গায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। জানা গেছে, কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় এই শিল্পীর ওপর একাধিকবার গুলি চালানো হয়।
লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি সম্ভবত ছিল এলোপাতাড়ি গুলির ঘটনা। গায়ক সম্ভবত গুলির লক্ষ্য ছিলেন না। ঘটনার সময় রাস্তায় থাকায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
৬৭ বছর বয়সী প্রবীণ রক গিটারিস্ট বর্তমানে লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটাল ও সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে লির প্রতিনিধি জানিয়েছেন, ‘লি পুরোপুরি সচেতন আছেন এবং লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু ঘটনাটি পুলিশি তদন্তাধীন, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।’
আশির দশকে ওজি অসবোর্নের সঙ্গে গিটারিস্ট জেক ই লির যুগলবন্দী মাতিয়ে রাখে সংগীতপ্রেমীদের। র্যান্ডি রোডসের মৃত্যুর পরে, ১৯৮২ সালে ওসবার্নের প্রধান গিটারিস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জ্যাক ই লি। তিনি ‘বার্ক অ্যাট দ্য মুন’, ‘দ্য আলটিমেট সিন’-এর মতো জনপ্রিয় অ্যালবামে কাজ করেছেন।
ওসবার্নের সঙ্গে কাজ করা ছাড়াও তিনি হেভি মেটাল গ্রুপ ব্যাডল্যান্ডস প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৩ সালে তিনি রেড ড্রাগন কার্টেল ব্যান্ডও গঠন করেন।