
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিহন হিডানকিওকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (১১ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি আপনার অটল প্রতিশ্রুতি আমাদের সবার অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা বিশ্ববাসী যেন কখনও ভুলে না যায়, সেটি নিশ্চিত করার জন্য আপনাদের সংস্থার অক্লান্ত চেষ্টা নিরাপদ বিশ্বের সন্ধানে আমাদের গভীরভাবে অনুরণিত করে। আপনাদের সাহস ও উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।