
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে জানিয়েছে, ঘটনার পর বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির সদর দপ্তরে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ১৮ জন নিখোঁজ রয়েছে। তবে পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে দুইজন ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। তাদের নিরাপদে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কাউন্টির শেরিফ ডেভিস।
শনিবার সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন, আমরা তাদেরকে শুধু নিহত নই, আমাদের প্রিয়জন হিসেবে দেখছি। এটি আমাদের সবার জন্য গভীর শোকের মুহূর্ত। ডেভিস আরও জানান, উদ্ধার তৎপরতা এখন পুনরুদ্ধার পর্যায়ে গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হবে।
এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামরিক উপকরণ অনুসন্ধান কার্যক্রমকে জটিল করে তুলেছে। শেরিফ ডেভিস বলেন, দুর্ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল কি না, তা নিশ্চিত হতে দিন, সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।
এক বিবৃতিতে অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস ঘটনাটিকে একটি দুঃখজনক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি। আটটি উৎপাদন ভবন ও একটি মাননিয়ন্ত্রণ ল্যাব রয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়ে।