
ব্লু অরিজিন তার ১৫তম মহাকাশ পর্যটন মিশন সফলভাবে সম্পন্ন করেছে। এই বিশেষ সাব-অরবিটাল যাত্রায় ছয়জন যাত্রী পৃথিবীর বায়ুমণ্ডলের চূড়ান্ত সীমা পর্যন্ত ভ্রমণ করেন। মিশনের দলে কাজাখস্তানের প্রথম নারী মহাকাশযাত্রী দান্না কারাগুসসোভাও ছিলেন।
৮ অক্টোবর পশ্চিম টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট চালু করা হয়। এনএস-৩৬ ফ্লাইটের সময় ক্যাপসুলটি প্রায় ৬৬ মাইল উচ্চতায় পৌঁছে এবং কারম্যান রেখা অতিক্রম করে, যা মহাকাশের সীমানা হিসেবে গণ্য।
যাত্রীরা কয়েক মিনিটের জন্য ভারহীনতার অভিজ্ঞতা ও মহাকাশ থেকে পৃথিবীর অনন্য দৃশ্য উপভোগ করেন। মিশনের সময়কাল ছিল ১০ মিনিট ২১ সেকেন্ড। ক্যাপসুলের যাত্রীদের মধ্যে ছিলেন ফ্র্যাঞ্চাইজি নির্বাহী জেফ এলগিন, মিডিয়া উদ্যোক্তা দান্না কারাগুসসোভা, বৈদ্যুতিক প্রকৌশলী ক্লিন্ট কেলি (যিনি এর আগে ২০২২ সালে এনএস-২২ মিশনে ভ্রমণ করেছিলেন), সফটওয়্যার উদ্যোক্তা ও লেখক অ্যারন নিউম্যান, ইউক্রেনীয় বিনিয়োগকারী ভিটালি অস্ত্রভস্কি এবং বায়োটেক প্রতিষ্ঠান ইনসমেডের সিইও ও চেয়ারম্যান উইল লুইস।
ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন এক দশকেরও বেশি সময় ধরে নিউ শেপার্ড পরিচালনা করছে এবং ১৫তমবারের মতো যাত্রী বহনে সাফল্য অর্জন করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস