
যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়ক থেকে ফেনসিডিল ও বিদেশি মদসহ একজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আবদুল গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।
বিজিবি জানায়, আটক দুইজনের বহন করা ব্যাগ তল্লাশিতে ১২৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা।
যশোর বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেনসিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন তারা।
ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।