মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

আসিয়ানের ১১তম সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর

ছবি : সংগৃহিত

আগামী অক্টোবরে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর ১১তম সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে পূর্ব তিমুর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সফরকালে এ তথ্য জানান।

আসিয়ান প্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কুয়ালালামপুরে বিশ্ব নেতাদের একটি সভায় আনুষ্ঠানিকভাবে এ সদস্যপদ চূড়ান্ত হবে।

পূর্ব তিমুর এ অঞ্চলের সবচেয়ে কনিষ্ঠ স্বাধীন দেশ। ২৪ বছরের দখলদারিত্ব শেষে ২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা’র সঙ্গে বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম এক সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব তিমুর আসিয়ানে যোগ দিলে আমাদের সবার জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। আমরা অবশ্যই অক্টোবরে আসিয়ানে পূর্ব তিমুরের যোগদান উপলক্ষে বড় একটি উদযাপন করব।

আনোয়ার জানান, দুই নেতা দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও জানান, তার সফরের সময় পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও’র সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা দীর্ঘদিন ধরে আসিয়ানে সদস্যপদ লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন এবং ২০১১ সালে প্রথম এ বিষয়ে আবেদন করা হয়।

হোর্তা বলেন, আমাদের আলোচনা ছিল উষ্ণ, গঠনমূলক এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে। কারণ, আমরা আসিয়ানে আমাদের ঐতিহাসিক যোগদানের প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা মালয়েশিয়া এবং আসিয়ানের সব সদস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে আমাদের পূর্ণ সদস্যপদ অর্জনের পথে বাকি সব ধাপ সম্পন্ন করতে পারি।

পূর্ব তিমুর এখনও উচ্চ বৈষম্য, অপুষ্টি ও বেকারত্বের সমস্যায় ভুগছে। দেশটির অর্থনীতি এখনও তেল রিজার্ভের ওপর বেশিরভাগ নির্ভরশীল।

চলতি মাসের শুরুতে হাজারো শিক্ষার্থী দেশটির ৬৫ জন সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার এবং সাবেক এমপিদের জন্য জীবনকাল পেনশন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ দু’দিন সংঘর্ষে জড়ায়। বিক্ষোভের পর দেশটির পার্লামেন্টে সর্বসম্মতভাবে নতুন গাড়ি কেনার প্রস্তাব বাতিল হয়।

আসিয়ান ১৯৬৭ সালে পাঁচ সদস্যের একটি ব্লক হিসেবে যাত্রা শুরু করে এবং ধীরে-ধীরে এর সম্প্রসারণ ঘটে। সর্বশেষ ১৯৯৯ সালে কম্বোডিয়া এতে যোগ দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি আগামী মাসে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনে যোগ দেবেন।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...