
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বরগুনা সিভিল সার্জনের কার্যালয়। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২১ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। তবে বেসরকারিভাবে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ৪০ জন বলে ধারণা করা হচ্ছে।
যদিও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে, তবুও জনমনে আতঙ্ক রয়েই গেছে। পাশাপাশি নতুন করে চিকুনগুনিয়া সংক্রমণের আশঙ্কাও দেখা দিয়েছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, ‘যখন আমরা ডেঙ্গু মোকাবিলা করেছি, তখন তা মৌসুমি ছিল না। সামনে প্রকৃত ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে। একই সঙ্গে এখন চিকুনগুনিয়ার সংক্রমণও শুরু হয়ে গেছে। ফলে আমাদের দুই দিক থেকেই প্রতিরোধে কাজ করতে হচ্ছে। তবে সমস্যা হলো, চিকুনগুনিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী হয়।’