
বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা’র আয়োজনে “জুলাই শহীদদের স্মরণে” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের দ্বিতীয় পর্বে কুইজ, রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
০২ আগস্ট, শনিবার, জয়পুরহাট সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা আকতার চৌধুরী, জেলা প্রশাসক, জয়পুরহাট ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জয়পুরহাট ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, জয়পুরহাট সদর।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(জেলা গোপনীয় শাখা ও সংস্থাপন শাখা) আয়েশা সিদ্দীকা তাওহীদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা স্কাউটস সম্পাদক মাহমুদুল হাসান মুন্না।

অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাংকন ৪ টি ক্যাটাগরিতে ৫ টি উপজেলা হতে প্রায় ৯০জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা আগামী ০৯ আগস্ট বিভাগীয় পর্যায় এবং এরপর জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনকারী স্কাউটদের সনদ প্রদান করা হয়।